এমনিতেই রাজধানী ঢাকায় নাকাল হতে হয় যানজটে। এই ভোগান্তি নিত্যদিনের। এরমধ্যে সড়ক আটকে যেকোনো কর্মসূচি হলে যানজটের প্রভাব পড়ে ঢাকার অন্য সড়কেও। এতে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। শনিবার (২৬ মে) ঢাকায় একই সময়ে ভিন্ন জায়গায় সড়কে দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ করায় জনসাধারণের দুর্ভোগ বেড়েছে।
বেলা তিনটার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে সমাবেশ করে বিএনপি। অন্যদিকে একই সময় রাজধানীর মধ্যবাড্ডার লুৎফুন টাওয়ারের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঢাকার দুই প্রান্তের কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র যানজট। ছুটির দিনেও সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে নগরবাসীকে। এতে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
পল্টন থেকে গাজীপুরের উদ্দেশে ভিক্টর বাসে যাওয়া যাত্রী মাহফুজ ঢাকা মেইলকে বলেন, ‘এমনিতেই যানজটে শেষ। এরমধ্যে রাস্তায় এরা সমাবেশ করলে মানুষ যাবে কোথায়? এমন দুর্ভোগ কমাতে এদিকে নজর দিতে হবে। ভিন্নভাবে কর্মসূচি পালন করার কথা ভাবতে হবে।’
সরেজমিন দেখা গেছে, বিএনপির সমাবেশের কারণে গুলিস্তান, পল্টন, কাকরাইল এলাকায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় বসে থেকেও গাড়ি না চলায় অনেকে পায়ে হেঁটে চলছেন।
অন্যদিকে বাড্ডায় আওয়ামী লীগের কর্মসূচির কারণে মালিবাগ আবুল হোটেল থেকে শুরু হয়েছে তীব্র যানজট। প্রগতি সরনি পুরোটাজুড়ে স্থবিরতা দেখা দিয়েছে।
আকাশ পরিবহনের চালক জাহাঙ্গীর বলেন, ‘গাজীপুরা যেতে কয়টা বাজবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিনশেষে জমা দেওয়ার পর ঘরের জন্য কিছু নেওয়া যাবে না।’
দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি
অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি, দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে জনসমাবেশ করছে বিএনপি।
শনিবার দুপুর আড়াইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে মেঘ-বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয়েছেন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজকের এই সমাবেশে অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
অন্যদিকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মধ্যবাড্ডা, লুৎফর টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।