মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তাতে বাদ সেধেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। নিরাপত্তার অজুহাত দিয়ে প্রতিবেশি দেশে দল না পাঠানোর সিদ্ধান্ত নিলেও এটা আসলে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতারই ফসল বলে মনে করেন অনেকে। এদিকে বিসিসিআই রাজি না হওয়ায় নতুন করে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে প্রথমদিকে সম্মতি না জানালেও অবশেষে রোহিত শর্মাদের বোর্ড রাজি হয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়া বিসিসিআই পক্ষ থেকেও বলা হয়েছে, আইপিএল ফাইনালের পরে এশিয়া কাপের ঘোষণা আসতে পারে। এ নিয়ে আগামী ২৮মে ঘোষণা আসার সম্ভাবনার কথা বলেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যমম ক্রিকবাজ।
ক্রিকবাজের প্রতিবেদনে আরও জানায়, আইপিএল ফাইনাল দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই।
সেই ম্যাচ দেখতে আসলে তিন বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন এসিসির প্রেসিডেন্ট ও বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ। এছাড়া জয় বলেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৮ মে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত থাকবেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ডের প্রধান। সেখানে আমরা এশিয়া কাপ বিষয়ে আলোচনা করবো।’
অন্যদিকে ক্রিকবাজের প্রতিবেদনে আরও উল্লেখ করে জানায়, এশিয়া কাপের মনোনীত আয়োজক পিসিবি দ্বারা প্রস্তাবিত হাইব্রিড মডেলটি ছিল পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের ম্যাচগুলিকে ভাগ করে ভারতের সাথে আমিরাতে খেলা। তবে সেখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আপত্তি জানায় গরমের জন্য। তাই দ্বিতীয় ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হবে নাকি শ্রীলঙ্কা সেটাই মূল আলোচনার বিষয় হতে পারে।