কিশোরগঞ্জের কটিয়াদীতে ভুল প্রশ্নপত্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ মে) কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রে চলমান এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কালটিভেশন-১ (৯৪২৩) বিষয়ে পরীক্ষা ছিল। কিন্তু বোর্ডের যে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের সরবরাহ করা হয় তাতে বিষয় শিরোনাম সঠিক থাকলেও প্রশ্ন করা হয় ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কালটিভেশন-২ (৯৪২৪) এর বই থেকে। প্রশ্ন পেয়ে হইচই শুরু করে দেয় পরীক্ষার্থীরা।
সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছয়জন। রুটিন অনুযায়ী ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কালটিভেশন-২ (৯৪২৪) পরীক্ষাটি রোববার (২১ মে) অনুষ্ঠিত হবে।
ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব এ কে এম ফজলুল হক বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, পরীক্ষা নিয়ন্ত্রককে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।