পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বলেছেন, যে পূর্ব পাকিস্তানে (১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ) সংঘটিত নৃশংসতা জনগণের বোঝা উচিত। স্থানীয় সময় শনিবার তিনি এই ভাষণ দেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।
পিটিআই প্রধান বলেন, ‘আজ, আমাদের বোঝা উচিত পূর্ব পাকিস্তানে কী ঘটেছিল এবং নৃশংসতা চালানো হয়েছিল। সেখানে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, তাদের অধিকার বঞ্চিত করা হয়েছিল।’
ইমরান খান বলেন, ‘আমরা অর্ধেক দেশ হারিয়েছি। আমরা দেশের ক্ষতি কল্পনা করতে পারি না। কারণ মুষ্টিমেয় কিছু মানুষ বন্ধ দরজার আড়ালে সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা জানে না যে বাকি বিশ্ব কীভাবে কাজ করছে।’
পিটিআই প্রধান আরও বলেন, ‘তারা তাদের সিদ্ধান্তের কারণে লোকেদের ক্ষতির মূল্যায়ন করতে দেয় না। হামুদুর কমিশন রিপোর্ট লেখা হয়েছিল, এটি কখনও প্রকাশিত হয়নি। ২৫ বছর পরে এটি ভারতে প্রকাশিত হয়েছিল।’
ইমরান খান বলেন, তিনি জনগণকে পূর্ব পাকিস্তানের কথা মনে করিয়ে দিতে চান। তিনি বলেন, এটা তার জীবদ্দশায় ঘটেছিল, ১৯৭১ সালের মার্চ মাসে।
ইমরান খান তার ভাষণে বলেন, ‘আজ আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই, পূর্ব পাকিস্তানের কথা। আমার জীবনেই হয়েছে পূর্ব পাকিস্তান। মার্চ ১৯৭১ সালে আমি ম্যাচ খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তান অনূর্ধ্ব উনিশের বিরুদ্ধে। আমাদের যে জাহাজ ফেরত এসেছিল, তা ছিল শেষ জাহাজ। আমার এখনো মনে আছে, কী ঘৃণা ছিল তাদের (পূর্ব) পাকিস্তানের (পশ্চিম) বিরুদ্ধে। আমাদের তো তা জানাই ছিল না।’
পিটিআইপ্রধান ইমরান খান বলেন, ‘মিডিয়া নিয়ন্ত্রিত হওয়ায় আমরা কী ঘটছে তা সম্পর্কে অজ্ঞ ছিলাম। এই যেমন আজ মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে, তখনো সেভাবে নিয়ন্ত্রণ করা হতো। তফাত এই যে আজ সোশ্যাল মিডিয়া আছে। এরা (পাকিস্তানের বর্তমান সরকার) সোশ্যাল মিডিয়াও বন্ধ করে দিল। এরা নিজেদের ভাষ্য শোনাতে চায়। ফেসবুক, টুইটার, ইউটিউব সব বন্ধ করে দিল। দেশের কত ক্ষতি হলো, শুধু এ জন্য যে ইমরান খানকে ধরতে হবে। এই প্রতিক্রিয়া তারা দেখালেন।’
ইমরান খান বলেন, ‘পূর্ব পাকিস্তানেও এই হয়েছিল। আমাদের ছিল নিয়ন্ত্রিত মিডিয়া, পাকিস্তান টাইমস। আমরা কোনো খবরই পেতাম না। শুধু পিটিভি ছিল। সে তো ইংল্যান্ড গেলাম পড়তে, সেখানে জানলাম কী হয়েছে।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আজ আমাদের বুঝতে হবে পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কত বড় অত্যাচার হয়েছে। তাদের যে পার্টি নির্বাচন জিতেছিল, যার প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, তার বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন করে দিল। দেশ হারাল, সর্বনাশ করল, আমাদের ৯০ হাজার সেনা কয়েদি হলো।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আজ আমাদের বুঝতে হবে, পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কত বড় অত্যাচার হয়েছে।’