রাশিয়ার সেনাবাহিনী সেকেলে অস্ত্র নির্ভর এবং তাদেরকে ঠিকভাবে প্রশিক্ষিত করা হয়নি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরনের মন্তব্য করেছে।
সম্প্রতি ইউক্রেনের বাখমুত শহরে রুশ সেনারা বিপর্যস্ত হয়েছে। তারা ওই শহরের একটি অংশ থেকে সেনা সরিয়ে নিয়েছে। এরপরই এ ধরনের মন্তব্য করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সৈন্যরা এখন স্বল্প প্রশিক্ষিত। তারা ক্রমবর্ধমানভাবে সেকেলে অস্ত্র ও সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল।
রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি গোয়েন্দা প্রতিবেদনে ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রাশিয়ার সেনা ইউনিটগুলো খুবই দুর্বল। তারা কোনো অসাধারণ সামরিক বাহিনী নয়। রুশ সেনারা পদাতিক অপারেশন বেশি পরিচালনা করছে।
এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান সেনাবাহিনী পেশাদার সৈন্যদের নিয়ে গঠিত। তারা আধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করে থাকে। রুশ সেনারা নিয়মিত সামরিক অনুশীলন করে। তারা খুবই উচ্চাকাঙ্ক্ষী।