অবৈধ উপায় হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টার সময় ২৩ বাংলাদেশি ও ২৪ পাকিস্তানিকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ। তুরস্ক ও বুলগেরিয়ায় নিবন্ধিত দুটি লরিতে লুকিয়ে তারা হাঙ্গেরিতে ঢোকার চেষ্টা করছিলেন।
রোমানিয়ার সীমান্ত পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির সূত্র দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইনফো মাইগ্রেন্টস।
দুটি গাড়ির একটি গাড়ি নাদলাক বর্ডার ক্রসিং পয়েন্টে থামান সীমান্ত রক্ষীরা। গাড়িটির পণ্যের সাথে থাকা নথি অনুসারে মিনারেল ওয়াটারের বোতল পরিবহন করছিলেন চালক।
তবে গাড়িটি চেক করার পর একটি বিশেষ বগিতে ২৩ জন মানুষ দেখতে পায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা যায়, তারা সবাই বাংলাদেশি নাগরিক। এদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। তারা সবাই বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়াতে প্রবেশ করেছিলেন।
অন্য একটি লরি থেকে ২৪ জন পাকিস্তানিকে আটক করা হয়।
আইন অনুযায়ী অভিবাসীদের সবাইকে নিজ নিজ দেশে ডিপোর্ট এবং রোমানিয়া ও শেনজেন জোনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় রোমানিয়া কর্তৃপক্ষ।