গতবছরই প্রকাশ্যে এসেছিল ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার টিজার। যা প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে। ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে, কেরালার ৩২ হাজার নারীর বিধ্বংসী গল্প। যাদের জোর করে ইসলাম ধর্মান্তরিত করা হয়েছিল। যারা এখনও কুখ্যাত আইএসআইএস-এ যোগদানের পর থেকে উগ্রপন্থী হিসেবে নিজেদের জীবন অতিবাহিত করেছেন। বিপুল অমৃতলাল শাহের তত্ত্বাবধানে এই ছবিটি পরিচালনা করেছেন সুদীপ্ত সেন।
টিজারে দেখানো হয়েছে, কেরালার ৩২ হাজার নারীদের রীতিমতো অপহরণ করে আইএসআইএস এবং অন্যান্য ইসলামিক অঞ্চলে পাচার করা হয়েছিল এবং কঠোর প্রশিক্ষণ দিয়ে উগ্রপন্থীর হিসেবে গড়ে তোলা হয়েছে। কেরালার এই সকল উগ্রপন্থী নারীদের বেদনার পেছনের সত্যতা তুলে ধরা হয়েছে ছবিটিতে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, জনপ্রিয় অভিনেত্রী আদা শর্মা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। এরপর থেকেই সরগরম রাজনৈতিক মহল।
এবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ‘দ্য কেরালা স্টোরি’র চরম নিন্দা করলেন। মুলত ছবিটি ‘লাভ জিহাদ’-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটিকে রাজনৈতিক স্বার্থলাভের লক্ষ্যে সংঘ পরিবারের প্রচারের অংশ বলে অভিহিত করেছেন কেরল মুখ্যমন্ত্রী।
বিজয়ন ফেসবুক পোস্টে লিখেছেন, চলচ্চিত্রের ট্রেলার থেকে স্পষ্ট যে, সিনেমাটি সঙ্ঘ পরিবারের প্রচার করছে, যারা কেরালার মতো একটি আপোষহীন ধর্মনিরপেক্ষ ভূমিকে সন্ত্রাসীদের আবরণে মুড়িয়ে ফেলেছে। কেরালার কিছু রাজনৈতিক ফায়দা লুটতে ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটির ট্রেলার অনুসারে, শত শত হিন্দু মেয়েদের মগজ ধোলাই করে, ধর্মান্তরিত করা হয়েছে। এবং আফগানিস্তান ও সিরিয়ার মতো ইসলামিক জায়গায় পাচার করা হয়েছে।
তিনি লিখেছেন, চলচ্চিত্রের কেন্দ্রীয় থিম লাভ জিহাদ একটি ষড়যন্ত্র তদন্তকারী সংস্থা, যা আদালত এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী প্রত্যাখ্যান করেছে। তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি. কিষাণ রেড্ডি সংসদে জানিয়েছিলেন যেকোনো ‘লাভ জিহাদ’কে সিনেমায় দেখানো যাবে না। ছবিটি কেরালাকে বিভক্ত করার জন্যে তৈরি করা হয়েছে।