দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আটকের ১৪৫ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় দফতরে ফিরেছেন তিনি।
রোববার (৩০ এপ্রিল) বেলা পৌনে ১২টায় তিনি দলীয় কার্যালয়ে আসেন।
এর আগে থেকেই রিজভীকে স্বাগত জানানোর জন্য কয়েকশ নেতাকর্মী অপেক্ষা করছিলেন। তিনি গাড়ি থেকে নামার পরপরই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে মিছিল নিয়ে সিটি হার্ট ভবনের সামনে থেকে দলীয় কার্যালয়ের সামনে হকস বে’র সামনে পর্যন্ত আসেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দফতরে যান।
এসময় তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ফজলে হুদা সোহেল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির মাহমুদুর রহমান সুমন, জেলা যুবদলের মশিউর রহমান রনি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক নেতা জসিম সিকদার রানা, কেন্দ্রীয় ছাত্রদলের নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের ইমামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গত বছরের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। গত ২৫ এপ্রিল দীর্ঘ চার মাস ২০ দিন তথা ১৪০ দিন পর কারাগার থেকে মুক্তি বিএনপির আলোচিত এই নেতা।