ঘটনা ২৭ এপ্রিলের। ওইদিন কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী এলাকায় প্রতিপক্ষের হামলা এবং ঘরে আটকে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ আক্তার মন্ডল(৩৫) এবং দিনু মন্ডল(৭০) মারা গেছে।
রোববার (৩০ এপ্রিল) বেলা দেড়টা দিকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজন মারা । দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিপক্ষের আগুনে পুড়ে মারা যাওয়া আক্তার মন্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার তোফাজ্জেল হোসেন মন্ডলের ছেলে এবং দিনু মন্ডল একই এলাকার দবির মন্ডলের ছেলে।
এর আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এক শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে খা এবং শিকদার বংশের সাথে মন্ডল বংশের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত ২৭ এপ্রিল বিকেলে কয়েকশ লোকজন নিয়ে খা এবং শিকদার বংশের লোকজন মন্ডল বংশের লোকজনের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে মন্ডল বংশের লোকজন ঘরের মধ্যে আশ্রয় নিলে হামলাকারীরা বাইরে থেকে তালা দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে অগ্নিদগ্ধ হয় কমপক্ষে ১৫জন । আগুন থেকে বাঁচতে বেড়া কেটে বাইরে আসলে তাদেরকে কুপিয়ে জখন করা হয়। এসময় ৫টি মোটরসাইকেলসহ ৪টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়, লুট করা হয় গরুসহ দামী জিনিষপত্র। নৃশংস এই ঘটনায় নারী শিশুসহ আহত হয়েছে ২৫ জন । এদের মধ্যে আগুনে পুড়ে গুরুত্বর আহত ৪ জন সহ ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় ।
এই ঘটনায় ২৮ এপ্রিল মন্ডল বংশের পক্ষ থেকে ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করা হয়। এই মামলায় পুলিশ আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সহ ১৪ জন কে আটক করলেও পরের দিনই তাদের জামিন মঞ্জুর করেন আদালত। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।