কয়লা সঙ্কটে আবারো বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র। গত ৭ দিন ধরে বন্ধ থাকা এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বিদেশ থেকে কয়লা আমদানির পর আগামী সপ্তাহে ফের চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ১৫ এপ্রিল রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ ছিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি।
গত বছরের ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরুর পর প্রথম কয়লা সঙ্কটের কারণে গত ১৪ জানুয়ারি থেকে এক মাস বন্ধ ছিল তাপবিদ্যুৎ কেন্দ্রটি।
বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর এবার ২৩ এপ্রিল রাত থেকে কয়লা সঙ্কটের কারণে সাতদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। আশা করছি কয়লা আমদানির পর আগামী সপ্তাহে ফের বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র।
দুই ইউনিটের ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি গত বছরের ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। কয়লা সঙ্কটের কারণে প্রথম ১৪ জানুয়ারি থেকে এক মাস বন্ধ ছিল এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এরপর চলতি মাসের ১৫ এপ্রিল রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ থাকে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।
এই বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি এ বছরের জুন মাসে উৎপাদনে যাওয়ার কথা। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হচ্ছে ১৬ হাজার কোটি টাকা।