কাতার বিশ্বকাপটা যেন ভুলে যেতেই চাইবে ব্রাজিল সমর্থকরা। কেননা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়। দুঃস্বপ্নের বিশ্বকাপের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেও রঙহীন নেইমার জুনিয়ররা। কিন্তু সেলেসাওদের ভবিষ্যৎ তারকারা রীতিমত উড়ছে। অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল যুবরা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।
গ্রুপ পর্ব থেকে ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ। বাকি চার দলের মধ্যে যথায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণ হবে।
আজ ইকুয়েডরের রাজধানী কুইটোর এস্তাদিও দে লিগা দেপোর্টিভা ইউনিভার্সিটিরিয়ায় মুখোমুখি হয় ব্রাজিল ও প্যারাগুয়ে। ফাইনাল রাউন্ডে নিজেদের শীর্ষ স্থান ধরে রাখতে প্যারাগুয়ের বিপক্ষে শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামে সেলেসাওরা।
ম্যাচের শুরুতেই দুই দলের আক্রমণে খেলা জমে উঠে। কিন্তু কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। ১৯ মিনিটে পাওলো অ্যাঞ্জেলের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। তবে ৪ মিনিট পর রদ্রিগো অ্যান্তোনিও আত্মঘাতী গোলে সমতায় ফিরে ব্রাজিল। প্রথামার্ধের শেষ দিকের গোল নিয়ে ২-১ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতি থেকে এসে দুই দলের খেলা আক্রমণ-পাল্টা আক্রমণ আরও জমে উঠে। সেলেসাও যুবরা একদিকে ব্যবধান বাড়ানোর চেষ্টা অপরদিকে প্যারাগুয়ে চেষ্টা চালায় ম্যাচে ফেরার। এর মাঝে ব্রাজিল শিবিরে বাড়তি চাপ হয় ৪৯ মিনিটে এডুয়ার্দো কোগিটস্কি আনাস্তাসিওর লাল কার্ড। ফলে দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দল পরিনীত হয় চাপে পরে ব্রাজিলের যুবরা।
তবে সে চাপ সামলে ম্যাচের ৭৯ মিনিটে লুইজের গোলে ব্যবধান বাড়ায় সেলেসাও যুবরা। অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া প্যারাগুয়ে সমতায় ফিরতে মরিয়া, শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে স্যাবাস্টিনের গোলে ব্যাবধান কমাতে পারে। আর এতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড খেলতে থাকা নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।
এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্টি নিয়ে শিরোপার পথে এগিয়ে গেছে ব্রাজিল। ফাইনাল রাউন্ডে ব্রাজিলের তৃতীয় ম্যাচ স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে ১৮ এপ্রিল। চিলির বিপক্ষে চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে ২১ এপ্রিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে।