মিয়ানমারে অনুষ্ঠেয় নারীদের এশিয়ান অঞ্চলের অলিম্পিক বাছাই পর্বে অংশ নিতে পারেনি বাংলাদেশ দল। যার কারণ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্থিক সংকটের বিষয়টি সামনে আনে। এরপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। তবে এর মাঝেই সেই অর্থ বাজেটের বিষয়ে এবার মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
আজ সাফজয়ী নারী ফুটবলারদের মাঝে বরাদ্দকৃত ৫০ লাখ পুরস্কার প্রদান করেন তিনি। সেখানে মিয়ানমারে বাংলাদেশের অংশগ্রহণ না করার প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণত একটি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য একটি বাজেট করা হয় সংশ্লিষ্ট কমিটি থেকে। এই টুর্নামেন্টের জন্য ফিন্যান্স কমিটির কাছে কোনো বাজেট আসেনি।’
ফেডারেশনের দ্বিতীয় সর্বোচ্চ পদের পাশাপাশি ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও সালাম মুর্শেদী সাবিনাদের ৯২ লাখ টাকার বাজেট বিষয়টি জানতে পারেননি। এ নিয়ে তিনি বলেন, ‘ওই সময় আমি আমার রাজনৈতিক এলাকা খুলনায় ছিলাম। তাছাড়া আমাকে অবহিতও করা হয়নি।’
অর্থের অভাবে নারী দলের মিয়ানমার যাত্রা বাতিলের বিষয়টি মানতে পারছেন না ফেডারেশনের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি মুর্শেদী। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের অর্থ সঙ্কট রয়েছে এটা সত্যি। তবে এত সঙ্কট নেই যে দল পাঠাতে পারব না। ছেলেদের দল বাইরে খেলে আসল, আবার বাইরে যাবে; এজন্য একটি বাজেট দিয়েছে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে ফিন্যান্স কমিটির পক্ষ থেকে এই অর্থ যোগাড় করা সম্ভব হতো।’
তবে নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবলে দল নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘আমি এখন রাজনীতিতে আছি। পরবর্তী প্রজন্মকে অনুরোধ করব ফুটবলের পাশে থাকার জন্য। নারী ফুটবলে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকতে পারে এনভয় গ্রুপ।’