ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে কোনও একটি দলকে ২০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল (বুধবার) রাজস্থান রয়্যালসের বিপক্ষে এমন বিরল ‘ডাবল সেঞ্চুরি’ করেন ধোনি।
একনজরে দেখে নেওয়া যাক, ধোনির পর কারা আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
রোহিত শর্মা
এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৪৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। চোট না পেলে চলতি আইপিএলেই রোহিত মুম্বাইকে ১৫০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির গড়বেন।
বিরাট কোহলি
আইপিএলে একটি দলকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মোট ১৪০টি আইপিএল ম্যাচে অধিনায়কত্ব করছেন।
গৌতম গম্ভীর
কলকাতা নাইট রাইডার্সকে মোট ১০৮টি আইপিএল ম্যাচে নেতৃত্ব দিয়েছেন গম্ভীর। তিনি রয়েছেন তালিকার চার নম্বরে। উল্লেখ্য- ধোনি, রোহিত, কোহলি ও গম্ভীর ছাড়া আর কেউই আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজিকে ১০০-র বেশি ম্যাচে নেতৃত্ব দেননি।
ডেভিড ওয়ার্নার
সানরাইজার্স হায়দ্রাবাদকে মোট ৬৭টি আইপিএল ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার। তিনি রয়েছেন তালিকার পাঁচে। বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।