তুরস্কের প্রতিরক্ষা সংস্থা হ্যাভেলসান ডিজিটাল সৈন্যদের নিয়ে কাজ করছে। তাদের পরিকল্পনা অনুসারে, তুরস্কে নির্মিত ড্রোন, স্থল ও সমুদ্রভিত্তিক মনুষ্যবিহীন যানের সমন্বয়ে যৌথ সামরিক অভিযান চালানো হবে। একটি স্বায়ত্তশাসিত রোবোটিক সিস্টেমের মাধ্যমে এ সামরিক অভিযান পরিচালিত হবে। দেশটির ডিজিটাল সৈন্যরা এই বছরই মাঠে নামবে।
আনাদোলুর সঙ্গে কথা বলার সময় হ্যাভেলসানের মহাব্যবস্থাপক মেহমেত আকিফ নাকার বলেন, ডিজিটাল সেনাদের পরিকল্পনার বিষয়টি এ বছরই উদাহরণসহ প্রকাশ করা হবে।
তিনি বলেন, এখন সময় এসেছে বারকান [মানবহীন স্থলযান], বাহা [ড্রোন], ও সানকার [সমুদ্রভিত্তিক মনুষ্যবিহীন যান] কীভাবে ডিজিটাল সেনাদলের অংশ হিসেবে মাঠে কাজ করবে তা দেখানোর। এর মাধ্যমে কীভাবে একজন সৈন্য এ ডিজিটাল সেনাদলে অবস্থান করবে তা বোঝা যাবে।
মেহমেত আকিফ নাকার আরও বলেন, এ বিষয়ে অবকাঠামোগত কাজ এখনও অব্যাহত রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, হ্যাভেলসান কোম্পানি তাদের বারকান ইউজিভির [মানবহীন স্থলযান] আরও উন্নয়ন করেছে এবং এটার উত্পাদন শুরু করেছে।
নাকার ব্যাখ্যা করে বলেন, ‘একবার সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো সম্পন্ন হলে আমরা এই বছরের প্রথমার্ধে বারকান ইউজিভির ব্যাপক উত্পাদন শুরু করব।’