র্যাব হেফাজতে নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার শুনানিতে আইনজীবী মনোজ কুমার ভৌমিক বলেছেন, কোনো একটি ঘটনা বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। র্যাবকে এমন দায়িত্ব দেওয়া হয়নি। এই ভদ্র মহিলা এমন কোনো অপরাধ করেন নাই, যে তাকে আটক করে তুলে নিয়ে যেতে হবে।
মঙ্গলবার (২৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এমন বক্তব্য তুলে ধরেন।
এর আগে, দুপুর ২ টা ২৭ মিনিটে আদালত বসেন। এরপর আইনজীবী মনোজ কুমার ভৌমিক এজলাসে এসে শুনানি শুরু করেন।
আইনজীবী বলেন, কেউ যদি কাউকে আটক করে তুলে নিয়ে যায়, তাহলে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করা হয়। কিন্তু র্যাব সেটি করেনি। ভদ্র মহিলাকে তুলে নিয়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলো। তারপর তাকে মৃত ঘোষণা করা হলো। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমার দাবি হচ্ছে র্যাব তুলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হলো। এ ঘটনায় কোনো মামলা হলো না। কিন্তু কেন মামলা হলো না।
তিনি বলেন, র্যাব যাকে খুশি তাকে তুলে নিয়ে যাবে। যা ইচ্ছে তাই করবে এমনটি হতে পারে না। এটি কোনোমতেই উচিত না।