বলিউড অভনেতা রাজপাল যাদবকে চেনেন না এমন লোক ভারতে খুঁজে পাওয়া দুষ্কর। অভিনয় প্রতিভার জোরে বি-টাউনে জায়গা করে নিয়েছেন তিনি। ফলে সময়টা তার হয়ে উঠেছে মসৃণ। তবে রাজপালের অতীত মোটেও সুখকর ছিল না। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কষ্টে কাটানো অতীতের কথা বলেছেন রাজপাল। তিনি জানান, সংগ্রামের দিনগুলিতে একসঙ্গে চারজন থাকতেন তারা। যেখানেই অডিশন দিতে যেতেন, চারজনই একসঙ্গে যেতেন।
রাজপাল আরও জানান, হঠাৎ একটি প্রস্তাব পেয়েছিলেন তারা। যে বাড়িতে থাকতেন তার নিচেই একটি টেলিফোন বুথ ছিল। সেখানে একদিন কল দিতেই কেউ একজন জানিয়েছিলেন, মুম্বাইয়ের সূচক বাংলোতে শুটিং চলছে। শুটিংয়ের জন্য চারজন প্রয়োজন। শুটিংয়ে কিছু করার নেই শুধু হাসতে হবে।
অভিনেতা জানান, তখনই বাসে করা চার বন্ধু সূচক বাংলোতে গিয়ে পৌঁছান। সেখানে প্রায় ১০ থেকে ১৫ জন লোক ছিল। তাদের মধ্যে একজনকে নাকি সংলাপ বলতে হয়েছিল, বাকিদের হাসতে হয়েছিল।
সে দিন হাসার জন্য ৫০০ টাকা করে পেয়েছিলেন রাজপালরা। অভিনেতা এবং তার বন্ধুরা টাকা পেয়ে খুব খুশি হয়েছিলেন। দুই ঘণ্টার শুটিং শেষে বাড়ি ফিরে পার্টিও করেছিলেন তারা।
আজ আর সেদিন নেই রাজপালের। বলিউডের জনপ্রিয় অভিনেতা তিনি। পর্দায় লোক হাসাতে বি-টাউনের নির্মাতারা তার ওপরই বেশি নির্ভর করেন।