সাভারে দাবিকৃত ‘চাঁদা’ দিতে অপারগতা জানালে প্রকাশ্যে ব্যবসায়ী ও তার বাবার ওপর পিনিক রাব্বি ও তার সহযোগীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম শিপলু।
বুধবার (১৫ মার্চ) সকালে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সাভারের মালঞ্চ আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- ওয়াপদা রোডের হৃদয় (২৬), হিজলাপাড়ার আল মদিনা রোডের নাসিরের ছেলে জয় (২৪), ছাওয়াবি এলাকার পিনিক রাব্বি (২৭), কামাল রোডের আড়াপাড়ার ড্রেনমার্কেট এলাকার টুকু মিয়ার ছেলে রুহুল (২৫) ও হিজলাপাড়ার আল মদিনা রোডের আল-আমিনসহ (২৪) অজ্ঞাত আরও বেশ কয়েকজন।
ভুক্তভোগীরা হলেন- সাভারের মালঞ্চ আবাসিক এলাকার সাইফুল ইসলাম শিপলু (৩০) ও তার বাবা ফারুক হোসেন (৬০)। সাইফুল ইসলাম ওই এলাকায় গার্মেন্টস অ্যাকসেসরিজের ব্যবসা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী পিনিক রাব্বি, হৃদয়, জয়, রুহুল, আলামিনসহ আরও কয়েকজন ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম শিপলুর গোডাউনে এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অপারগতা জানালে গতকাল সন্ধ্যায় শিপলুর গোডাউনে মালামাল নামানোর সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তার বৃদ্ধ বাবা এগিয়ে এলেও শিপলুকে বাঁচাতে ভয়ে কেউ এগিয়ে আসেনি। এ সময় তারা শিপলুর বাবাকেও বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগীদের সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের আটকে অভিযান চলমান রয়েছে।