ফুটবল বিশ্বকাপের শতবর্ষী আসর ২০৩০। আর সেই আসরের আয়োজক হতে চায় কাতার বিশ্বকাপের চমক দেখানো মরক্কো। এ নিয়ে মঙ্গলবার দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ঘোষণা করেন, স্পেন ও পর্তুগালের সঙ্গে তারাও আয়োজনে অংশ নিতে আগ্রহী।
শতবর্ষী আসর আয়োজক হবার লড়াইয়ে শুরুতে স্পেন ও পর্তুগালের সাথে থাকার কথা ছিল ইউক্রেনের। তবে রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ায় যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের আয়োজক হওয়ার সম্ভাবনা কমে গেল। ফলে সে জায়গায় যুক্ত হতে চায় মরক্কো। এর আগে ২০১০ বিশ্বকাপের আয়োজক হবার দৌড়ে ছিল মরক্কো, তবে সফল হয়নি তারা।
এদিকে মরক্কোর ক্রীড়ামন্ত্রী এক বার্তায় জানান, ‘এই অংশগ্রহণ হবে উভয়পক্ষের সেরাদের সমাবেশ, প্রতিভা, সৃজনশীলতা এবং অভিজ্ঞতা প্রদর্শনীর উপায়।’ কিগালিতে রাজা মোহাম্মদকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন-২০২২ অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স হিসেবে বিজয়ী ঘোষণার পর এমন বার্তা দিয়েছেন।
স্পেন ও পর্তুগাল যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছে ২০২১ সালে। পরে ২০২২ সালে অক্টোবরে ইউক্রেন বিডে অংশ নেয়ার কথা জানায়। এদিকে ফুটবল ফেডারেশন মরক্কোর অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কোনকিছু নিশ্চিত করেনি।
এছাড়া শতবর্ষী আসর আয়োজনে আগ্রহী প্রকাশ করেছে লাতিন আমেরিকার চার দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং চিলি। অন্যদিকে ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে আগ্রহী-সৌদি আরব, মিশর ও গ্রিসও।
এদিকে ২০২৬ সালে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে বসবে ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর। যেখানে শুরু হবে ৪৮ দলের অংশগ্রহন, তাছাড়া ম্যাচ সংখ্যা বেড়ে হচ্ছে ১০৪টি।