মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার দিনেই অনন্য মাইলফলকটি স্পর্শ করলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন তিনি।
সময়টা বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছিল না মুস্তাফিজের। সমালোচনায় ছিলেন দলের অবস্থান নিয়েও। কিন্তু তার জবাব তিনিই মাঠেই দিলেন। দলের প্রয়োজনে দিলেন নিজের সেরাটা। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ নামের পাশে ৯৯ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন মুস্তাফিজ।
উইকেটের সেঞ্চুরির পূরণ করতে মুস্তাফিজের অপেক্ষা করতে হয় ১৪তম ওভার পর্যন্ত। নিজের তৃতীয় ওভারের ডাভিড ম্যালানকে ফিরিয়ে সাকিব আল হাসানের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পান তিনি।
প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেটে ছুঁয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক। তবে শততম উইকেট নেওয়ায় সাকিবের চেয়ে এগিয়ে মুস্তাফিজ। সাকিবের ১০০ উইকেট পেতে লেগেছিল ৮৪ ম্যাচ, সেখানে মুস্তাফিজ ৮১তম ম্যাচেই করে ফেললেন সেঞ্চুরি।
১০০ উইকেট পাওয়া এ তালিকায় সবার ওপরের নামটা নিউজিল্যান্ডের টিম সাউদির (১৩৪ উইকেট। সাকিব আছেন দুই নম্বরে। এরপর তিনে আফগানিস্তানের রশিদ খান (১২৬), নিউজিল্যান্ডের ইশ সোধি (১১৪) ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (১০৭), এরপর টাইগারর পেসার মুস্তাফিজ।