বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত আর নেই। রোববার (১২ মার্চ) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য।
এ প্রসঙ্গে মাধুরী ও তার স্বামী একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্রিয় আই (মা), স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তার প্রিয়জনদের মাঝেই ইহলোক ত্যাগ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ‘বয়সের ভারে নুয়ে পড়েছিলেন মাধুরীর মা। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। এ ধকল কাটাতে না পেরে আজ রোববার অনন্তলোকে যাত্রা করেন তিনি। এতে শোকের ছায়া নেমে এসেছে মাধুরীর পরিবারে।’
মায়ের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন মাধুরী। কেননা চার ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। ক্যারিয়ারের শুরুর দিন থেকেই মা স্নেহলতা দেবী তার সঙ্গে ছিলেন ছায়ার মতো। শুটিং সেটে সারাক্ষণ মেয়েকে সঙ্গে করেই নিয়ে যেতেন তিনি।
আজ রোববার বিকেল তিনটার দিকে মুম্বাইয়ের ওরলি শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে স্নেহলতা দীক্ষিতের।