বাংলাদেশ ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সরকার সব প্রকল্প বাস্তবায়ন করছে বিনিয়োগবান্ধব করে। চায়না, কোরিয়া, জাপান ইতোমধ্যে আমাদের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করেছে।
রোববার (১২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে প্রথম শেসনে প্যানেলিস্ট আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, আমাদের ১০০ অর্থনৈতিক অঞ্চলের কাজও এগিয়েছে। বিডা অলরেডি ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। ডিসিপ্লিনে এসেছে ই-কমার্স খাতে।
মন্ত্রী বলেন, ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগে কাজ করছে দেশ। এ বিনিয়োগে আমাদের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে এফবিসিসিআই।
এর আগে সকাল সাড়ে ৯টায় বিজনেস সামিটের দ্বিতীয় দিনের প্রথম প্লেনারি সেশন শুরু হয়। এতে দেশ-বিদেশের প্রতিনিধি, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অংশ নেন।
দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে চলছে ইতিহাসের সবচেয়ে বড় এই বিজনেস সামিট। এতে বাংলাদেশের মূল খাতগুলোতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ক্ষেত্রে কী কী সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো তুলে ধরা হয়।
‘বাংলাদেশের মূলখাতগুলোতে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এ সেমিনারে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-ম্যারি ট্রেভেলিয়ান, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, সংগঠনটির সাবেক সভাপতি একে আজাদ, দক্ষিণ কোরিয়ার ইয়াঙ্গুন করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং, আসিয়ানের দক্ষিণ-পশ্চিম এশিয়ার আঞ্চলিক সিইও তাকেশি মামিয়াসহ আরও কয়েকজন বিদেশি ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।