রাজশাহীতে পুলিশ সদস্য ও তার স্ত্রীকে ‘পিটিয়ে’ গ্রেপ্তার হওয়া ১২ জন খেলোয়াড়ের মধ্যে পাঁচজন জামিন পেয়েছেন। সোমবার (৬ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক মোহা. হাসানুজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- আব্দুল আল জাহিদ (১৬), ফারহানা খন্দকার (১৭), রিমি খানম (১৭), জেমি আক্তার (১৪) এবং বৃষ্টি মণি (১৬)।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাইনুর রহমান বলেন, রাজশাহী রেলস্টেশনে পুলিশ কনস্টেবল দম্পতির ওপর হামলার অভিযোগে হওয়া মামলায় পাঁচ খেলোয়াড়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় বাকি সাতজন খেলোয়াড়কে আসামি হিসেবে রোববার (৫ মার্চ) রাতেই আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
তিনি আরও বলেন, যে ধারায় মামলা হয়েছে তা জামিনযোগ্য। এছাড়া অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত সার্বিক দিক বিবেচনা করে জামিন দিয়েছেন। পুলিশের তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দেওয়া পর্যন্ত এ জামিন বহাল থাকবে।
উল্লেখ্য, রোববার (৫ মার্চ) বিকেলে রাজশাহী রেলস্টেশনে পুলিশ সদস্য গোলাম কিবরিয়া ও তার স্ত্রী রাজিয়া সুলতানা জয়াকে মারধরের অভিযোগে জাতীয় যুব গেমসে অংশ নেওয়া ১২ খেলোয়াড়কে আটক করে পুলিশ। এ ঘটনায় রাজিয়া সুলতানা জয়া বাদী হয়ে রাজশাহী রেলওয়ে থানায় ১৩ জন খেলোয়াড়ের নামে মামলা দায়ের করেন।