সময়ের দাবী
No Result
View All Result
Saturday, July 12, 2025
  • Login
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
সময়ের দাবী
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
No Result
View All Result
সময়ের দাবী
No Result
View All Result
Home অর্থনীতি

সম্মাননা পেলো ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান : জাতীয় পাট দিবস

March 6, 2023
in অর্থনীতি
Reading Time: 1min read
A A
0
সম্মাননা পেলো ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান :  জাতীয় পাট দিবস
Share on FacebookShare on Twitter

পাট বাংলাদেশকে সোনালি আঁশের দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত করেছে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশের অর্থনীতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাট আমাদের ঐতিহ্য ও কৃষ্টির অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতাত্তোর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসতো পাট থেকে। আমি বিশ্বাস করি, এখনও পাটের সেই অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। আমরা অত্যন্ত উন্নতমানের পাট উৎপাদন করি।

জাতীয় পাট দিবস-২০২৩ ও পাটখাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান উপলক্ষে সোমবার (৬ মার্চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান থেকে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে অবদানের জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, পাটখাত বিকাশের লক্ষ্যে সমন্বিত কার্যক্রম গ্রহণের জন্য ষষ্ঠবারের মতো জাতীয় পাট দিবস উদযাপিত হচ্ছে। পাট আমাদের স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ছয়দফা আন্দোলনের ঘোষণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অর্থনৈতিক বৈষম্যের কথা বলতে গিয়ে পাটের অবদানের বিষয়টি এনেছেন। সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারে পাট অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রয়োজনীয় গবেষণা ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে সম্ভাবনাময় পাটখাতের যুগোপযোগীকরণ, সৃজনশীল প্রয়োগ এবং এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতকরণের জন্য আমাদের সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। ‘সোনালি আঁশ’ পাটের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে অধিক গতিশীল করার জন্য নেওয়া নানা উদ্যোগের ধারাবাহিকতায় ৬ মার্চকে জাতীয় পাট দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছরে পাট ও পাটজাত পণ্যকে ‘বর্ষপণ্য-২৩’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, কৃত্রিম তন্তু আবিষ্কার ও প্রসারের সঙ্গে সঙ্গে দেশ-বিদেশে পাটের ব্যবহার ও চাহিদা এক সময় কমতে থাকে। খাদ্যে স্বয়ম্ভরতা অর্জনের জন্য ধানচাষকে অগ্রাধিকার দেওয়ায় কৃষক পাটচাষের চেয়ে ধানচাষে বেশি মনোনিবেশ করেন। বিশ্বের অনেক দেশ পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার ফলে প্রাকৃতিক তন্তু ব্যবহারে মনোনিবেশ করেছে। তাই বর্তমান বিশ্ব বাস্তবতায় পরিবেশবান্ধব তন্তু হিসেবে আবার পাটের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে।

শিল্পখাত বিবেচনায় পাটশিল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প। প্রতিবছর কাঁচা পাট, প্রচলিত পাটপণ্য এবং বহুমুখী পাটজাত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে প্রায় ১০ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে, যা রপ্তানি আয়ের ৩ দশমিক ৮৬ শতাংশ। দেশের ৪০ থেকে ৪৫ লাখ চাষি প্রত্যক্ষভাবে পাটের সঙ্গে সম্পৃক্ত এবং পাটচাষ থেকে পাটপণ্য উৎপাদন, বিক্রয় ও রপ্তানি প্রক্রিয়ায় বাংলাদেশের প্রায় ৪ কোটি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।

আমাদের সরকার পাটচাষিদের পাটের ন্যায্য দাম নিশ্চিত করা, পাটের মূল্য স্থিতিশীল রাখা এবং বিদেশে পাটের বাজারের প্রসার ও মানোন্নয়নের জন্য সবধরনের পদক্ষেপ নিয়েছে। যেহেতু বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৩ থেকে ৪ শতাংশ আসে পাট ও পাটজাত পণ্য থেকে সেহেতু পাটের সম্ভাবনাকে যদি আমরা পূর্ণ কাজে লাগাতে পারি, আমাদের রপ্তানি আয় অনেক বেড়ে যাবে।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের সরকার পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ প্রণয়ন করা হয়েছে। এ আইনের অধীন প্রণীত বিধিমালার তফসিলে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়া, পোল্ট্রি ফিড ও ফিস ফিডসহ মোট ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি বলেন, আইনটি বাস্তবায়নের ফলে অভ্যন্তরীণ বাজারে প্রতিবছর প্রায় ১৯০ কোটি পাটের বস্তার চাহিদার সৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরকারি-বেসরকারি পাটকলে উৎপাদিত পাটের বস্তার মধ্যে প্রতি বছর প্রায় ৩০-৩৫ কোটি ব্যবহৃত হয়েছে। আমাদের যথাযথ পদক্ষেপের মাধ্যমে সরকারি ও বেসরকারি পাটকলগুলো কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বর্তমানে বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা আন্দোলন জোরদার হওয়ায় পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের ব্যাপক চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়ে আসছে। বাংলাদেশ প্যারিস এগ্রিমেন্ট অনুসমর্থনকারী প্রথম সারির একটি দেশ। বিশ্বের পরিবেশ রক্ষায় দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। পাটচাষ সম্প্রসারণ এবং অধিকহারে পাটপণ্য ব্যবহার করে আমরা পরিবেশ রক্ষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি।

মেধা ও মননের সমন্বয়ে আমরা নিশ্চয়ই নিত্য নতুন বিশ্বমানের বহুমাত্রিক সামগ্রী তৈরি করতে সক্ষম হব। আমরা এরই মধ্যে জুট পলিমার ব্যাগ এবং পাট পাতা হতে তৈরি চায়ের মতো পানীয় উৎপাদনের প্রাথমিক কার্যক্রম গ্রহণ করেছি। বিশ্ববাজারে তার পরিচিতি তুলে ধরতে পারলে চায়ের বিকল্প হিসেবে সারাবিশ্বে জনপ্রিয়তা লাভ করতে পারে। পাট থেকে তৈরি জুট জিও টেক্সটাইল বাঁধ নির্মাণে, ভূমিক্ষয় ও ভূমিধস রোধে ব্যবহৃত হয়। বাংলাদেশের অনেক এলাকায় পাটের কচি পাতাকে শাক হিসেবে খাওয়া হয়। পাটের তৈরি লুঙ্গি, ফতুয়া, পাঞ্জাবি, শোপিস, ওয়ালমেট, নকশিকাঁথা, পাপোস, জুতাসহ নানান পাটজাত পণ্য যেমন আকর্ষণীয়, তেমন পরিবেশবান্ধব।

তিনি বলেন, আমাদের অনেকের শৈশব স্মৃতির একটা বড় অংশজুড়ে আছে বিস্তীর্ণ পাটক্ষেত এবং পাট ও পাটখড়ি শুকানোর দৃশ্য। এক সময় আমাদের স্কুল-কলেজের পরীক্ষায় সোনালি আঁশ বা Golden Fibre of Bangladesh শিরোনামে বাংলা ও ইংরেজি রচনা লেখা ছিল একটি সাধারণ বিষয়। বর্তমানের তরুণ প্রজন্মকে পাটের সেই অতীত ঐতিহ্য সম্পর্কে সম্যক অবহিত করতে হবে। পাটের সম্ভাবনা ও গুরুত্ব সম্পর্কে আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্র-ছাত্রীদের জানার সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব। এছাড়া প্রতিবছর কোমলমতি শিশুদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। এ প্রক্রিয়ার সঙ্গে প্রতিবছর কোমলমতি শিশুদের বইয়ের সঙ্গে জাতির জনকের ছবি সম্বলিত একটি পাটের তৈরি স্কুল ব্যাগ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্মাননা পেলেন যারা
পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদ আল হোসেন, সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি ক্যাটাগরিতে কিশোরগঞ্জের আবু হানিফ, সেরা পাট উৎপাদনকারী চাষি পাবনার এনামুল হক, পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) উত্তরা জুট ফাইবার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।

পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) জোবাইদা করিম জুট মিল মিলস লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে আকিজ জুট মিলস লিমিটেড, পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে জনতা জুট মিলস লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে সোনালি আঁশ লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে ক্রিয়েশন (প্রা.) লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্যের সেরা মহিলা উদ্যোক্তা হিসেবে তরঙ্গ ও বহুমুখী পাটজাত পণ্যের সেরা পুরুষ উদ্যোক্তা হিসেবে গোল্ডেন জুট প্রোডাক্টকে সম্মাননা দেওয়া হয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম।

Share61Tweet38Share15
Previous Post

ব্রয়লারের রেকর্ড ঊর্ধ্বগতি, রমজান নিয়ে শঙ্কিত ক্রেতারা

Next Post

মান বাঁচানোর লড়াই জিতল বাংলাদেশ

Related Posts

বিশ্বাস অর্জনে অডিট রিপোর্টে সঠিক তথ্য দিতে হবে : গভর্নর
অর্থনীতি

বিশ্বাস অর্জনে অডিট রিপোর্টে সঠিক তথ্য দিতে হবে : গভর্নর

July 11, 2025
নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর
অর্থনীতি

নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

July 11, 2025
৪৩ পণ্য রপ্তানিতে মিলবে প্রণোদনা
অর্থনীতি

৪৩ পণ্য রপ্তানিতে মিলবে প্রণোদনা

July 11, 2025
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার
অর্থনীতি

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার

July 11, 2025
শুধু সাজ নয়, প্রযুক্তি-চিকিৎসা-মহাকাশেও রাজত্ব করছে সোনা
অর্থনীতি

শুধু সাজ নয়, প্রযুক্তি-চিকিৎসা-মহাকাশেও রাজত্ব করছে সোনা

July 9, 2025
শুধু আইএমএফ-বিশ্ব ব্যাংক নয়, সরকারের উদ্যোগেও সংস্কার হচ্ছে : অর্থ উপদেষ্টা
অর্থনীতি

শুধু আইএমএফ-বিশ্ব ব্যাংক নয়, সরকারের উদ্যোগেও সংস্কার হচ্ছে : অর্থ উপদেষ্টা

July 9, 2025
Next Post

মান বাঁচানোর লড়াই জিতল বাংলাদেশ

Recent News

ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

July 11, 2025

Categories

  • Uncategorized
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • বিনোদন
  • রাজনীতি
  • শিক্ষা
  • সময়ের দাবী
  • সম্পাদকীয়

Site Navigation

  • Home
  • Advertisement
  • Privacy & Policy
সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • বিনোদন
  • শিক্ষা
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা