তারকাদের সংসার ভাঙা গড়া মামুলী বিষয়। হরহামেশা এমন খবর সামনে চলে আসে। এবার এ তালিকায় নাম উঠল বলিউড তারকা কারিনা কাপুরের বাবা রণধীর কাপুরের। ৭৬ বছর বয়সে সংসার পাতলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে নতুন করে বিয়ে করেননি রণধীর। দীর্ঘদিন পর তার সংসারে ফিরে এসেছে স্ত্রী ববিতা। ৮০’র দশকে মতের নানা অমিলের কারণে আলাদা থাকতে শুরু করেন তারা। দুই মেয়ে করিনা কাপুর ও করিশমা কাপুরকে নিয়ে স্বামীর সংসার ত্যাগ করেন তিনি।
তারপর বহু বছর কেটেছে। দুই মেয়ের প্রতিষ্ঠিত। ববিতারও বয়স এখন ৭৫ বছর। তাই জীবনের শেষ প্রান্তে এসে আর আলাদা নয়, আবারও কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই মুহূর্তে বান্দ্রায় নতুন ফ্ল্যাটে থাকেন রণধীর। এর আগে তিনি থাকতেন চেম্বুরে তার পারিবারিক ভিটেতে। তবে সেই বাড়ি ছেড়ে দেওয়ার পরেই নাকি রণধীরের কাছে ফিরে এসেছেন ববিতা। গত সাত মাস ধরে দুজনে আবার পেতেছেন সুখের সংসার।
এদিকে এ ঘটনায় সবচেয়ে বেশি খুশি হয়েছেন কারিনা-কারিশমা। জানা গেছে, দীর্ঘদিন পর বাবা-মাকে একসঙ্গে দেখে তাদের আনন্দ যেন ধরছে না।