বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক, বাংলাদেশ বেতারের উপস্হাপক ও আবৃত্তিকার শফি কামাল আর নেই। তিনি আজ বৃহস্পতিবার, ২ মার্চ সকাল ৯:৩০ মিনিট ঢাকা নিজ বাসায় তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেজ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে এ খবর। সেখানে শফি কামালের ছবি সংযুক্ত করে লেখা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক আবুল কালাম শফি আহমেদের প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত।
আশির দশকে বাংলাদেশ বেতারের উত্তরণ অনুষ্ঠানের উপস্থাপনা করতেন শফি কামাল। আবৃত্তিকার হিসেবেও ছিলেন জনপ্রিয়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বরেণ্য এ ব্যক্তিত্ব। ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে।
জানা গেছে, শফি কামালের প্রথম জানাযা বাদ আসর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এরপর নিজ বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়া পাড়া গ্রামে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।