কাঁচা বাদামের গুণগাণ গেয়ে ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরকে চেনেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। পরিচিতি পাওয়ার পর ‘কাঁচা বাদাম’ খ্যাত এই গায়কের উত্থানও ছিল দেখার মতো। রাতারাতি বাড়ি গাড়ি করে ফেলেন তিনি। একাধিক মিউজিক ভিডিও প্রকাশ করেন। সেসবও ছড়িয়ে পড়েছিল।
কিন্তু হঠাৎ হাওয়া হয়ে যান ভুবন। অনেকদিন ধরে না আসছিল তার নতুন গান, না না পাওয়া যাচ্ছিল তাকে। অবশেষে খোঁজ মিলেছে তার। ‘কাচা বাদাম’ গানের এই গায়ক ভালো নেই। প্রতারিত হয়ে অর্থকষ্টে দিন কাটছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভুবন জানান, প্রতারিত হয়েছেন তিনি। তার গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক প্রতিষ্ঠান। ফলে কপিরাইটের ফাঁদে পড়ে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি।’
এ প্রসঙ্গে ভুবন বলেন, ‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। …. কোথাও গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে।’
ভুবন আরও বলেন, ‘আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও ধরে না এখন।’
তবে ভুবনও বসে নেই। এরইমধ্যে কপিরাইট হাতিয়ে নেওয়া ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। কেননা কপরাইট হারিয়ে যথেষ্ট নাকানি চুবানি খেতে হচ্ছে তাকে। কেননা নিজের গানের টাকা পাচ্ছেন না, অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে।