ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন।
- আরিফুল ইসলাম আদিব বলেন, ‘ক্যাম্পাসে ইফতার সামগ্রী বিতরণ শেষে সন্ধ্যা সাতটার দিকে আমরা শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখনই শাহবাগ থানার পুলিশ সদস্যরা আখতারকে তুলে নিয়ে যান।’
আখতার হোসেনের নামে শাহবাগ এবং মতিঝিল থানায় দুটি মামলাও রয়েছে বলে তিনি জানান। যার একটিতে (শাহবাগ থানা) তাকে ১ নম্বর আসামি করা হয়েছিল।
ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন বলেন, ‘ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার দীর্ঘদিন টাইফয়েডে ভুগছিলেন। এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। গত ছয় মাসে তার ১০ কেজি ওজন কমছে। তিনি সম্পূর্ণ রেস্টে ছিলেন। ঢাকায় ডাক্তার দেখাতে এসে ক্যাম্পাসে আজকে পরিষদের ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণ শেষে আইন বিভাগের সামনে থেকে শাহাবাগ থানা পুলিশ তাকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা সুস্থ অবস্থায় আখতার ভাইকে ফেরত চাই।’
তবে তুলে নিয়ে যাওয়া বা আটকের বিষয়টি স্বীকার করেননি শাহবাগ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ‘না, এটা আমার জানা নেই। শাহবাগ থানার কোনো টিম তাকে আটক করেনি।’