শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড- এই তিন দেশের কাছেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন হারে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপ থেকে। গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি নিগার সুলতানাদের। নিয়মরক্ষার শেষ এই ম্যাচে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
কেপটাউনের নিউল্যান্ডসে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল। পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার অবস্থানও ভালো নয়। তবে সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে তাদের। আজ বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে সেমিতে ওঠার সম্ভাবনা তৈরি হবে তাদের।
‘এ’ গ্রুপ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে জয় পেয়েছে তারা। বাংলাদেশের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও।
শেষ ম্যাচে এসে হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিকদের হারিয়ে কী পারবে সেই বৃত্ত ভাঙতে? বিশ্বকাপে এ নিয়ে মোট ১৭ ম্যাচ খেলে ২টি জয়, বাকি ১৫টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং এসবই টানা। অর্থ্যাৎ, বিশ্বকাপে টানা ১৫ ম্যাচে পরাজিত হয়েছে তারা।
বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানে ঢের এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হয়েছে ১০ বার। এর মধ্যে ১বার জিতেছে বাংলাদেশ। বাকি ৯টিতে পরাজয়।
শেষ ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘পারলাম না। এখনো কিন্তু সুযোগ শেষ হয়নি! শেষ একটা ম্যাচ যেহেতু হাতে আছে।’
নিগার সুলতানা আরো বলেন, ‘দল ভালো করতে পারেনি, সেটা আমরা জানি। ব্যক্তিগত পারফরম্যান্স দু-একটি থাকলেও দল হিসেবে ভালো খেলতে পারিনি। দল হিসেবে পারফর্ম করতে না পারলে ম্যাচ জেতা একটু কঠিন হয়ে যায়।’