রাজবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে অসিত কুমার সরকার (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়।
অসিত কুমার পাঁচুরিয়ার মুকুন্দিয়া হায়দারপুরের রঞ্জিৎ সরকারের ছেলে।
মামলা সূত্র জানায়, ওই শিশুর বাড়ির পাশে আসামি অসিত কুমার সরকারের বাড়ি। বুধবার দুপুরে শিশুটির বাড়িতে কেউ না থাকায় বড়ই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অসিত কুমার বাড়িতে নিয়ে যান। পরে তাকে বসতঘরে নিয়ে বিবস্ত্র করে শিশুটি ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। ওই সময় শিশুটির মা বাড়িতে মেয়েকে না পেয়ে পাশের অসিত কুমারের বাড়ি যান। সেখানে ধর্ষণচেষ্টার দৃশ্য দেখতে পেয়ে টিৎকার দিলে তিনি পালিয়ে যান। পরে শিশুর মা অসিত কুমার সরকারের রিরুদ্ধে থানায় লিখিত দেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, মামলা দায়েরের পর রাতে পুলিশ অসিত সরকারকে গ্রেফতার করেছে।