ঢাকায় মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবিরের খোঁজ পাচ্ছেন না তার পরিবার। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শাহরিয়ার কবিরের মা রাশিদা আক্তার সাহান।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগ থানায় এ জিডি করেন তিনি। রোববার (১২ ফেব্রুয়ায়রি) বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হয়ে শাহরিয়ার আর বাসায় ফেরেননি জিডিতে উল্লেখ করেছেন।
শাহরিয়ার এমআরটি লাইন-৬ প্রকল্পে সহকারী প্রকৌশলী (তড়িৎ) হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ কৌশলে পড়াশোনা করেছেন। লালবাগের আজিমপুর টাওয়ারে একমাত্র মায়ের সঙ্গে তিনি থাকতেন। তাদের বাড়ি রাজশাহীর নগরীর বোয়ালিয়া থানা রাণীবাজার এলাকায়।
জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, সোমবার শাহরিয়ার কবিরের মা রাশিদা আক্তার সাহান থানায় জিডি করেছেন। পাশাপাশি এমআরটি প্রকল্পের পক্ষ থেকেও উত্তরা ডিপোর সিকিউরিটি ম্যানেজার একরামুল কবির হাওলাদারও একটি জিডি করেছেন।
তিনি বলেন, সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শাহরিয়ার কবির তার অফিসকক্ষ থেকে একা হেঁটে বের হন। অফিস কক্ষে তিনি তার নিজের মোবাইল ও ল্যাপটপটিও রেখে যান। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইল ফোনে কার কার সঙ্গে কথা বলেছেন, তা বিশ্লেষণ করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
কী কারণে নিখোঁজ এ বিষয়ে পুলিশ কোনোকিছু জানতে পেরেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৮ বছর বয়সী শাহরিয়ার অবিবাহিত। ব্যক্তিগত, পারিবারিক ও অফিসসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।