আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের ক্যারিয়ার জুরে কি নেই! ক্লাব ফুটবলে এমন কোনও অর্জন নেই যেটা মেসির নেই। বার্সেলোনার হয়ে স্পেনে ছিলেন সর্বজয়ী। এরপরে ফ্রান্সেও পিএসজিকে জিতিয়েছেন লীগ ওয়ান শিরোপা। গোল্ডেন বুট, বেস্ট প্লেমেকার অ্যাওয়ার্ড তো আছেই, জিতেছেন রেকর্ড গড়া সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর।
তারপরও সমালেচনায় আসতেন এই জাদুকর। কারন জাতীয় দলের হয়ে মেসি কোনও অর্জন নেই। সেই সমালেচনাও মেসি ঘুচিয়েছেন আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২০২১ সালে ঘরে আনে কোপা আমেরিকা শিরোপা। আর জীবনের শেষ অপ্রাপ্তি বলতে ছিল বিশ্বকাপপের সোনালী ট্রফি। সেই অপ্রাপ্তির ও পূর্নতাও পেয়েছে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। দীর্ঘ বর্ণিল ক্যারিয়ারে যা তার প্রথম সোনালি ট্রফি অর্জন। সেই সঙ্গে গোল্ডেন বলও শোকেসে ভরেছেন ফুটবল জাদুকর।
বয়স ৩৫, কিন্তু মাঠের খেলায় বয়সের ছাপ একটুও বোঝা যায় না এই আর্জেন্টাইন তারকার। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও খেলেছেন টগবগে তরুণের মতোই।
এছাড়া পিএসজি তারকা বিশ্বকাপ শেষেও আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আকাশ-নীল জার্সিতে হয়ে আর কতদিন মাঠ মাতাবেন তা স্পষ্ট করেননি এই ৩৫ বছর বয়সী তারকা।
২০২৬ বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৯। যে সময় ক্যারিয়ারের বুটজোড়া তুলে রাখার প্রস্তুতি নেন সবাই। তবে সম্প্রতি বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টাইন সাথে চুক্তি বারানোর পর ইঙ্গিত দিলেন আগামী বৈশ্বিক আসরেও মেসিকে পাওয়া নিয়ে।
এছাড়া গোল ডটকম এক প্রতিবেদনে জানায়া, রেডিও কালভিয়াকে স্কালোনি বলেছেন, পরবর্তী বিশ্বকাপে যেতে পারবে মেসি।
এ বিষয়ে বিশ্বকাপজয়ী কোচ বলেন, এটা পুরোপুরি নির্ভর করবে মেসির ওপর। আসলে সে কি চায়, সেটা দেখার বিষয়। ও কেমন অনুভব করে তা দেখতে হবে। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। মাঠে এখনও দুর্দান্ত দলের প্রাণভোমরা। আর্জেন্টিনার সঙ্গে সে থাকলে আমাদের জন্য দারুণ হবে।