বিমানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। বিমানের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কথা বলেন তিনি।
বুধবার (৪ জানুয়ারি) বিমানের প্রধান কার্যালয় বলাকায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় বিমানের সব কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিতি ছিলেন।
বিমানের সিইও বলেন, দুর্নীতি ও অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, বরং ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লক্ষ্য গুরুত্ব দিয়ে বিমানকে স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে মোবাইল অ্যাপ ও লয়্যালটি ক্লাব চালু করেছে বিমান। এছাড়া যাত্রীদের উপহার প্রদান, বিমানের সব স্টেশনে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।