আরব জনসংখ্যার এক-তৃতীয়াংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে। জাতিসংঘের একটি সংস্থা এমন তথ্য জানিয়েছে। এছাড়া আরব দেশগুলোতে বেকারত্বের হারও বেশি।
রোববার ইয়েনি শাফাকের প্রতিবেদন অনুসারে, ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়ার (ইএসসিডব্লিউএ) একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আরব দেশগুলোতে দারিদ্র্য বেড়েছে যা ১৩ কোটি মানুষকে প্রভাবিত করেছে। শনিবার জাতিসংঘের এ সংস্থাটি এমন তথ্য প্রকাশ করেছে।’
জাতিসংঘ কমিশনের মতে, বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের বাধা সত্ত্বেও এই অঞ্চলের অর্থনীতি ২০২৩ সালে ৪.৫ শতাংশ এবং ২০২৪ সালে ৩.৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
২০২২ সালে আরব অঞ্চলে বেকারত্বের হার ছিলো বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আরব জনগণের ১২ শতাংশ বেকার।
ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া (ইএসসিডব্লিউএ) বলছে, ২০২৩ সালে বেকারত্বের হার সামান্য হ্রাস পেয়ে ১১.৭ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে।
ইএসসিডব্লিউএ-এর রিপোর্টের প্রধান লেখক আহমেদ মৌমি বলেছেন, ‘এই অঞ্চলের ইতিবাচক প্রবৃদ্ধির দৃষ্টিভঙ্গি সত্ত্বেও এখানকার দেশগুলোর মধ্যে উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অসঙ্গতি বা পার্থক্য রয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে এ অসঙ্গতি আরও বেড়ে গিয়েছিল বলে জানা গেছে।’
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি তেল রফতানিকারক আরব দেশগুলোর জন্য একটি সুযোগ সৃষ্টি করেছে। এর মাধ্যমে তারা তাদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে পারে। এক্ষেত্রে আরব দেশগুলো নিজেদের রিজার্ভ সঞ্চয় করে তা এমন প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে পারে যাতে করে টেকসই উন্নয়ন সৃষ্টি হয় এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জিত হয়।
ইএসসিডব্লিউএ হলো জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক কমিশনের মধ্যে একটি। এটা আরব অঞ্চলে কাজ করে।