মুদ্রাস্ফীতির কারণে বিশ্বজুড়ে জীবনযাপন ব্যয় অনেকটা বেড়ে গিয়েছে। এর বাইরে নয় উন্নত দেশ কানাডাও। দেশটির সাধারণ মানুষও খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এমন অবস্থায় বাড়ি ভাড়া করে থাকেন এমন মানুষদের প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার।
সামাজিক মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, সারাদেশে প্রায় ২০ লাখ ভাড়াটিয়াদের জন্য সুখবর। আপনি এখন কানাডা হাউজিং বেনিফিটে আপনার টপ-আপের জন্য আবেদন করতে পারেন!
ট্রুডো জানান, এর মাধ্যমে ভাড়াটিয়ারা এককালীন অর্থ পাবেন। অনেক লোক এরই মধ্যেই এই বেনিফিট পেয়ে থাকেন। এসব প্রণোদনা ভাড়াটিয়াদের আবাসন খরচ মেটাতে সাহায্য করবে।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, এটি আবাসনকে আরও সাশ্রয়ী করার জন্য আমাদের বিস্তৃত পরিকল্পনার একটি অংশ মাত্র। আমরা লোকদের প্রথম বাড়ির স্বপ্ন পূরণে সঞ্চয় করতেও সাহায্য করছি। আমরা আবাসন সরবরাহ বাড়াচ্ছি।
ট্রুডো বলেন, প্রত্যেকেরই একটি বাড়ি থাকা বা সাশ্রয়ী মূল্যের জায়গা প্রাপ্য। আমরা ঠিক এটি সরবরাহ করার জন্য কাজ চালিয়ে যাব।
আপনি যদি কানাডিয়ান ভাড়াটিয়া হন তবে এই সহায়তার জন্য যোগ্য কিনা তা দেখতে পারেন। যোগ্য হলে কীভাবে আবেদন করবেন এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় https://bit.ly/3hnFLhr।