আসন্ন রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আটটি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ এই আট পণ্য বাকিতে আমদানি ক্ষেত্রে ব্যবসায়ীরা কোনো ধরনের ক্ষতির মুখে পরবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেই সঙ্গে তিনি বলেছেন, এই সুযোগ অস্থির নিত্যপণ্যের বাজারে সহায়ক হিসাবে কাজ করবে। এতে বাজার স্থিতিশীল হবে, সমস্যাও কমবে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিন দিনের সফরে রংপুরে গিয়ে নগরীর ডায়াবেটিস সমিতির কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
এ সময় আপাতত পণ্যের বাজারে কোনো সুখবর নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী দেশের রফতনিযোগ্য পণ্যে ডলারের দাম কম দেওয়ার কারণও ব্যাখ্যা করেন।
রংপুর সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার আন্তরিক। আওয়ামী লীগ সরকার সবসময় সুষ্ঠুভাবে যে কোনো নির্বাচন সম্পন্ন করে। ইতোমধ্যে সুষ্ঠুভাবে নির্বাচনের অনেক উদাহরণ রয়েছে। সেই ধারাবাহিকতায় রংপুর সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
পরে ডায়াবেটিস সমিতির কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।