দীর্ঘ সাত বছর পর নিজেদের ঘরের মাঠে টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। রোহিত শর্মাদের বিপক্ষে ২-১ এর ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর আগামীকাল শুরু হচ্ছে ২ ম্যাচ সিরিজের টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। অপরদিকে কাল শুরু হওয়া সিরিজটি একইসাথে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ।
টেস্ট খেলায় বাংলাদেশের পথচলার শুরুটা হয়েছিল ভারতের বিপক্ষ দিয়ে। ২০০০ সালের নভেম্বরে অনুষ্ঠিত একটি মাত্র টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে হারের স্বাদ গ্রহন করে টিম ইন্ডিয়া। এরপরে ২২ বছরে এই দুই দেশের মধ্যে মোট ১১টি টেস্ট খেলা অনুষ্ঠিত হয়। যার ৯টি তেই টাইগার্সরা পরাজয় বরন করে। আর দুটি ম্যাচ হয় বৃষ্টির কল্যাণে ড্র।
এছাড়া ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ৪০০ ও সর্বনিম্ন ৯১। অভিষেক টেস্টের দুটি ইনিংসে গড়া রেকর্ড এখনও অক্ষুণ্ণ আছে সাকিবদের। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ইনিংসটি ৬৮৭ রানের ও সর্বনিম্ন সংগ্রহ ২৪৩। শেষবার ভারত বাংলাদেশে এসে টেস্ট খেলেছিল ২০১৫ সালে ফতুল্লায়। যদিও বৃষ্টি-বিঘ্নিত ঐ সিরিজটি ড্র হয়েছিল।
অপরদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেই বেশ কিছু ক্রিকেটার চোটে পরে ভারতে। যার ফলে কোহলি-রাহুলদের সাথে নতুন করে যুক্ত হয় চারজন ক্রিকেটার। মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার স্থালভিষিক্ত হচ্ছেন নবদ্বীপ সাইনি ও সৌরভ কুমার। এছাড়াও রয়েছেন জয়দেব উনাদকাট ও অভিমন্যু ইশ্বরন।
অন্যদিকে টেস্টের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা চোটের কারনে ছিটকে গেছেন টেস্ট স্কোয়াড থেকে। তার জায়গা টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
এছাড়া টাইগারদের পেস আক্রমণে ভরসার একমাত্র নাম তাসকিন আহমেদ। কিন্তু ইনজুরি যেন তার পিছুই ছাড়ে না। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে মাঠে নামা হয়নি তাসকিনের। তৃতীয় ওয়ানডেতে দলে ফিরলেও ছিলেন না চেনা ছন্দে। এবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে তাসকিনকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই পেসার খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম।
ভারতের সম্ভাব্য একাদশ:
শুভমান গিল, লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ড (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।