টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হারের মুখে পড়ল বাংলাদেশ নারী দল। নিউজিল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংসের পরেও কিউইদের বিপক্ষে ৮ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের। এদিন কিউই ব্যাটার সুজি বেটসের ব্যাটে চড়ে সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
রোববার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার টসে জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী দল। শুরুতেই ১০ রান তুলতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে জ্যোতির দল। ওপেনার মুর্শিদা খাতুন ও তিনে নামা ফারজানা হক ফিরেছেন ১ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ওপেনার শারমিন আক্তারকে নিয়ে ৬৪ রান যোগ করেন নিগার সুলতানা জ্যোতি।
অবশ্য ব্যক্তিগত ২৯ রান করে শারমিন ফিরে যান। এরপর আবারো লতা মন্ডলের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন জ্যোতি। তবে লতা ২২ রান করে ক্যাচ আউটে কাটা পড়েন। এরপর জ্যোতি খেলেন ক্যারিয়ার সেরা ৭৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস। তবে রান আউটে ফিরতে হয় এই অধিনায়ককে। এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাঘিনীরা।
শেষ দিকে রিতু মনির ১৫ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ১৮০ সংগ্রহ করে বাংলাদেশ দল। মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগ্রেস বোলারদের উপর তান্ডব চালায় কিউই দুই ওপেনার। তবে ২৪ রান করে সোফি ডিভাইন ফিরে যান। ঠিক পরের বলেই আবার গোল্ডেন ডাকে জাহানারা আলাম ফেরান অ্যামেলিয়া কেরকে।
দলীয় ৫০ রানে জোড়া উইকেটের চাপ সামলে শেষ পর্যন্ত সুজি বেটসের ৯১ বলে অপরাজিত ৯৩ ও ম্যাডি গ্রিনের ৭০ বলে অপরাজিত ৫৯ রানে ভর করে ১৯ ওভারের সঙ্গে ৮ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ নারী দল: ৫০ ওভারে ১৮০/৮ (মুর্শিদা ১, শারমিন ২৯, ফারজানা ১, নিগার ৭৩, লতা ২২, রুমানা ৯, রিতু ১৫, নাহিদা ১, রাবেয়া ৪*, মারুফা ৪*; কের ১০-৪-২৩-৪, জোনাস ৯-০-৪২-১)
নিউজিল্যান্ড নারী দল: ৩১ ওভারে ১৮১/২ (সোফি ২১, বেটস ৯৩*, কের ০, গ্রিন ৫৯*; জাহানারা ৮-০-৩২-২)
ফল: নিউজিল্যান্ড নারী দল ৮ উইকেটে জয়ী।