দেশের নদীগুলো মরে যাচ্ছে, অবহেলায়, দূষণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। নদীর প্রতি তারুণ্যের ভালোবাসা, সচেতনতা জাগিয়ে তুলতে গেল ২৩ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কনসার্ট। বসুন্ধরার আইসিসিবি হল-৪ এ অনুষ্ঠিত ‘নদী রক্স কনসার্ট’-শিরোনামের ওই কনসার্টে অংশ নেয় দেশের বেশ কয়েকটি ব্যান্ড দল।
এবার ‘নদী রক্স কনসার্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সময়োপযোগী এই কনসার্টটি। জানা যায়, এতে অংশ নিবে দেশের জনপ্রিয় ব্যান্ড- চিরকুট, অ্যাশেজ, বাংলা ফাইভ, এফ মাইনর ও স্মুচেস। দলগুলো নিজেদের গানের পাশাপাশি নদী নিয়ে তৈরি নতুন গান গেয়ে শোনাবেন।
এই আয়োজনটির সহযোগিতায় রয়েছে- বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড অ্যাম্বাসি, সুইডেন অ্যাম্বাসি, ইউএনডিপি বাংলাদেশ, জাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও সাজিদা ফাউন্ডেশন।