ইউক্রেনের ১ হাজার ৩০০ যুদ্ধবন্দিকে রাশিয়া হস্তান্তর করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি পোস্টে এ কথা জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ইউক্রেনের পতাকা তুলে ধরা কিছু মানুষের ছবি পোস্ট করে জেলেনস্কি জানান, আজকে বিনিময়ের পর ইতোমধ্যেই ১ হাজার ৩১৯ জন বীর দেশে ফিরে এসেছেন। আমাদের সব লোককে ফিরে না আনা পর্যন্ত আমরা থামবো না।
গত অক্টোবরে রাশিয়া জানিয়েছে, তাদের হাতে ইউক্রেনের প্রায় ৬ হাজার যুদ্ধবন্দি র য়েছে।উল্লেখ্য, গত জুলাইয়ে ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত ওলেনিভকা কারাগারে বোমা হামলায় বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনা মারা যান। সেই হামলায় পরস্পরকে দায়ী করে আসছে রাশিয়া ও ইউক্রেন।