শেরেবাংলা একে ফজলুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. এমএন নন্দীর মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসকের কর্ম ও জীবন নিয়ে একটি বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায় জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লেখক মো. আজহারুল ইসলাম বইটির সম্পাদনা করেছেন। তার সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান আলোচক ছিলেন সাবেক অতিরিক্ত সচিব নাইম আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার এবিএম আনোয়ারুল হক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপস কুমার গৌড়, প্রকৌশলী ইজাবুল খালেক, অধ্যাপক আবুল ইসলাম সিকদার প্রমুখ।
উৎসবে শিক্ষাবিদ, লেখক, সাংবদিক, শিক্ষক, প্রগতিশীল রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রকাশনা উৎসবে জানানো হয়, শেরেবাংলা একে ফজলুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন মন্মথনাথ নন্দী (এমএন নন্দী)। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে দেশসেরা একজন চিকিৎসক ছিলেন তিনি। তিনি ছিলেন মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক।
লেখক মো. আজহারুল ইসলাম বলেন, চিকিৎসক এমএন নন্দীর শিক্ষাজীবন, দেশে ও দেশের বাইরে তার কর্মময় জীবন বইটিতে লিপিবদ্ধ আছে। চিকিৎসা ও মানবসেবায় এমএন নন্দীর কর্মময় জীবনী থেকে পাঠকেরা তার মানবিক মূল্যবোধ ও আদর্শিক জীবনাচরণ জানতে পারবেন। এ যুগের চিকিৎসকরাও বইটি থেকে মানবসেবায় উজ্জীবিত হবেন। উৎসবে ছিল সাংস্কৃতিক নানা পরিবেশনাও। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।