কয়েক বছর নানা চড়াই-উতরাই পেরোনোর পর এখন মুক্তির দ্বারপ্রান্তে আবু তাওহীদ হিরণের ‘আদম’। ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকেও সিনেমাটি পেয়েছে সবুজ সংকেত। আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এর ট্যাগ লাইন ‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’।
আবু তাওহীদ হিরণ জানান, ‘আদম’ আনকাট সেন্সরের পাশাপাশি বোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসা পেয়েছে। শিগগিরই মুক্তির দিনক্ষণ জানাব। তার আগে ধাপে ধাপে চলবে প্রচারণা। মাসুদ পারভেজের সংলাপ ও আবু তাওহীদ হিরণের রচনায় এবং চিত্রনাট্য সিনেমাটি প্রযোজনা করেছেন তামিম হোসেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত ঐশী, ইয়াশ রোহান রয়েছেন সিনেমাটির প্রধান চরিত্রে। আরো আছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, আফফান মিতুল, অ্যালেন শুভ্রদের মতো তরুণ অভিনেতারা।