বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আগামী সপ্তাহে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, গাইবান্ধার প্রতিবেদনের দ্বিতীয় দফায়ও বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। ১৭টির মতো কেন্দ্রে অনিয়ম পাওয়া গেছে। ডিসি-এসপির কতটুকু সম্পৃক্ততা আছে, সেটা দেখে ব্যবস্থা নেব। আগামী সপ্তাহে একেবারে ডিটেইল পেয়ে যাবেন। অন্যদিকে বাংলাদেশের নির্বাচনের ওপর বিভিন্ন দেশের কূটনীতিকদের করা মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, বিদেশি কূটনৈতিকদের আচরণ জেনেভা কনভেনশন দ্বারা সীমাবদ্ধ, তাদের এর মধ্যে থাকাই ভালো।
ইসি আনিছুর বলেন, ‘অনিয়ম তো হয়েছেই। কেউ তো অস্বীকার করছে না। মিডিয়াতেও এসেছে। অনিয়ম হয়েছে, বিধিতে যা আছে সে শাস্তিই হবে। অপরাধের মাত্রা দেখে শাস্তি নির্ধারিত হবে। সরাসরি আমরা শাস্তি দিতে পারব না। কিছু কিছু মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা অ্যাপ্লাই করব। তপশিলের পর সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের কাছে চলে আসবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রচেষ্টা, আমরা অব্যাহত রাখব। গাইবান্ধায় আবার ফ্রেশ নির্বাচন হবে। ব্যবস্থা আগে নেই। তারপরই সব ঠিক হয়ে যাবে।