সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আগামী মঙ্গলবার বিএনপির সঙ্গে বসবে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ। বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ হবে। রোববার সকালে গণতন্ত্র মঞ্চের এক সভায় এ সিদ্ধান্ত হয়। জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলাপর্যায়ে সমাবেশের প্রস্তুতি নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। আগামী ১৮ নভেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া শহিদ মিনার চত্বরে সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে মঞ্চের ধারাবাহিক কর্মসূচি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আখতার হোসেন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাবিবুর রহমান প্রমুখ।
গণতন্ত্র মঞ্চের পক্ষে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে আলোচনা হয়। সভায় নেতারা বলেন, গণতন্ত্র মঞ্চ দেশের সব বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে চায়। সেই ঐকমত্য প্রতিষ্ঠা এবং আগামী দিনের আন্দোলনের বিবিধ বিষয়ে বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ।