২০২৭ সালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও নেপাল। ২০২৪ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে শ্রীলংকায়। ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। ২০২৫ সালে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক মালয়েশিয়া ও থাইল্যান্ড।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ দল কিভাবে খেলবে সেটাও বলে দেওয়া হয়েছে। ৮ দল সরাসরি খেলবে, যার মধ্যে থাকছে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপের শীর্ষ তিন দল।
এই ছয় দলের সঙ্গে সরাসরি খেলবে র্যাংকিংয়ে ওপরের দিকে থাকা দুই দল। বাকি দুই দল আসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলে। বাংলাদেশ যদি গ্রুপের সেরা তিনে নাও থাকে, তারপরও আয়োজক হিসেবে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি খেলবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ১৪টি দল অংশ নিবে। ১০ দল সরাসরি মূলপর্বে খেলবে।