রাজবাড়ীর গোয়ালন্দে দুর্গম চরে জাতীয় চার নেতার নামে বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে কুশাহাটা চরে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া থেকে বিচ্ছিন্ন এক দ্বীপের নাম কুশাহাটা চর। এ চরের দরিদ্র মানুষ শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন মৌলিক সুবিধাবঞ্চিত। বেসরকারি উন্নয়ন সংস্থা পায়ক্ট বাংলাদেশের উদ্যোগে একজন শিক্ষক দিয়ে প্রতিষ্ঠা করা হয় একটি প্রি প্রাইমারি স্কুল। যে স্কুলে দেড় শতাধিক শিক্ষার্থী থাকলেও ছিল না কোনো স্কুলঘর। এখানকার শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি। এজন্য এক একর জায়গা কিনে মাটি ভরাটের কাজ সম্পন্ন করে স্কুলঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ওই সময় নিজের নামে করা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাতীয় চার নেতার নামে করার ঘোষণা দেন তিনি।
এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মোস্তফা মুন্সি বলেন, সরকারি নিয়ম-কানুন মেনে একটি স্কুল প্রতিষ্ঠা করা অনেক সময় সাপেক্ষ। তাই আমি ব্যক্তিগতভাবে গোয়ালন্দের দুর্গম চর কুশাহাটায় একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। যেখানে ব্যক্তিগত ফান্ড থেকে ৩-৪ জন শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করব। বিদ্যালয়টি আমার নিজের নামে করার কথা থাকলেও কাকতালিয়ভাবে জেলহত্যা দিবসে এর নির্মাণ কাজের উদ্বোধন হয়। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ স্কুলের নাম তাদের নামেই প্রতিষ্ঠা করব।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, স্কুলের একটি কক্ষেই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা হবে। তবে পশু হাসপাতাল প্রতিষ্ঠা সময়সাপেক্ষ ব্যাপার।