জনপ্রিয় মার্কিন র্যাপার টেক অফ আর নেই। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে স্থানীয় সময় দুইটা ৩০ মিনিটে হিউস্টনে তার মৃত্যু হয়। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ঘটনার দিন রাতে টেক অফ তার চাচা কুয়াভোর সঙ্গে এক পার্টিতে যোগ দিয়েছিলেন। ওই পার্টিতে আচমকাই গোলাগুলি শুরু হয়। একসময় বন্দুকের নল তাক করা হয় টেক অফের দিকে। ছোড়া হয় গুলি। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই র্যাপ গায়ক।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই পার্টিতে প্রায় ৪০-৫০ জন লোক উপস্থিত হয়েছিলেন। হঠাৎ গোলাগুলি শুরু হয়। তবে কে বা কারা এই গোলাগুলির সঙ্গে জড়িত সে ব্যাপারে এখনও মার্কিন পুলিশ নিশ্চিত নয়।
এদিকে টেক অফের মৃত্যুতে তার সহকর্মী, অনুরাগীদের মনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত র্যাপারকে নিয়ে তারা প্রকাশ করেছেন সেই শোক।
টেক অফ ১৯৯৪ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে তিনি মিগোস নামে একটি গানের দল গড়ে তোলেন। দলটি নিয়েই সংগীতাঙ্গনে পথ চলছিলেন তিনি। তার জনপ্রিয়তাও কম ছিল না। টেক অফের পারিবারিক নাম কিরশনিক খরি বল। অনুরাগীরা তাকে আদর করে টেক অফ ডাকেন।