চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু অজিদের। অপরদিকে সুপার টুয়েলভে নিজেদের পয়েন্ট তালিকায়ও রয়েছেন খারাপ অবস্থানে। সব মিলিয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে অ্যারন ফিঞ্চের দল। এরেই মধ্যে অজি শিবিরে মাথা চাড়া দিয়ে উঠছে কোভিড-১৯।অ্যাডাম জাম্পা ও ম্যাথু ওয়েডের পর আরো ক্রিকেটারদের কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ ম্যাকডোনাল্ড।
শুক্রবার মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সুপার টুয়েলভের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরে গনমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, ‘যেভাবে চলছে, তাতে আরও কিছু ক্রিকেটারের করোনা আক্রন্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আমি একথা বলছি কারণ, ম্যাথিউ ওয়েডের এই ম্যাচে খেলার কথা ছিল। দলের প্রত্যেকেই আলাদা আলাদাভাবে ভাইরাস আক্রান্ত হতে পারে।’
পরে অজি কোচ আরও বলেন, ‘জাম্পার শারীরিক অবস্থা একটু খারাপ ছিল। ও খেলার মতো পরিস্থিতিতে ছিল না। আমাদের তাই সতর্কতা অবলম্বন করতে হয়। তবে ম্যাথিউ ওয়েডের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। ওর তেমন উপসর্গ নেই এবং ও খেলার মতো পরিস্থিতিতে ছিল।’
অপরদিকে করোনা আক্রান্ত হওয়ার পরে ওয়েডকে আলাদা রেখেই অনুশীলন করেছিল টিম অস্ট্রেলিয়া। যদিও এটা সবসময় হয় না, তবে এ সমস্যায় সব দলকেই পড়তে হতে পারে বলে মনে করেন অজি কোচ।
তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ যেভাবে করোনা নিয়ে বিধিনিষেধ শিথিল করেছে, তা গত বছরো ছিল না। তখন অস্ট্রেলিয়া দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি ওয়ানডে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্থগিত করা হয়েছিল এক সাপোর্ট স্টাফ পজিটিভ হওয়ার কারণে।