মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি বাড়িতে আগুন লেগে অন্তত আটজন নিহত হয়েছে। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে যে ওকলাহোমা সিটির প্রায় ১২৫ মাইল (২০১ কিলোমিটার) উত্তর-পূর্বে অবস্থিত ব্রোকেন অ্যারোতে থাকা বাড়িতে আটটি লাশ পাওয়া গেছে।
ব্রোকেন অ্যারো পুলিশ বিভাগ টুইটারে বলেছে, ‘ব্রোকেন অ্যারো পুলিশ বিভাগের সদস্যরা ঘটনার আশেপাশের পরিস্থিতি সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে। আগুনের ক্ষয়-ক্ষতির কারণে বাড়ির অবস্থা এখন খুবই খারাপ।”
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে আটজনের একটি পরিবার ওই বাড়িতে বাস করত — এদের মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু।
পুলিশ আরও জানিয়েছে, ‘সাউথ হিকরি অ্যাভিনিউয়ের ৪০০তম ব্লকে আগুনের ঘটনা তদন্তাধীন রয়েছে।’
এছাড়া ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, ‘প্রাথমিক প্রতিবেদন হচ্ছে, এই ঘটনায় নিহতদের বিষয়ে তদন্ত হতে যাচ্ছে। আমরা এখনও আগুন পুরোপুরি নেভানোর দিকে বেশি মনোযোগী; নিহতদের কী হয়েছিল তাও তদন্ত করছি।
সন্দেহভাজন কাউকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে কিনা ওই বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি জানান, তদন্তে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের কর্মকর্তাদের ডাকা হয়েছে।