রাজশাহী থেকে রংপুরের সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে রাজশাহী থেকে রংপুর উদ্দেশ্যে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সর্বশেষ বাসটি ছেড়ে যায়।
শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সেখানে মানুষের উপস্থিতি ঠেকাতে বাস বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিএনপির।
তবে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে শুক্রবার ও শনিবার পরিবহন ধর্মঘট ডেকেছে বলে রংপুর জেলা বাস মালিক সমিতি জানিয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মতিউল জানান, রংপুরের বাস মালিক সমিতির পক্ষ থেকে তাদের শুক্রবার ও শনিবার রংপুরে বাস না চালানোর জন্য বলা হয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে এই দুই দিন রাজশাহী-রংপুর রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
বিএনপির গণসমাবেশের কারণে বাস চলাচল বন্ধ হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে এই বাস মালিক নেতা বলেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বিএনপির সমাবেশের বিষয়টি তারা জানাননি।
এদিকে যাত্রীবাহী বাস না থাকায় উত্তরাঞ্চলগামী ট্রেনে চাপ বেড়েছে যাত্রীদের। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় ততটা ভিড় লক্ষ্য করা যায়নি।