টি টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার কথা ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। তবে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি একটি বলও। সবশেষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
মেলবোর্নে দুপুর দুইটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটির। তবে সকাল থেকেই মেলবোর্নের আকাশ ভারি করে শুরু হয় বৃষ্টি। যার কারণে অনুষ্ঠিত হয়নি দিনের প্রথম ম্যাচও। যে ম্যাচে মাঠে নামার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের।
থেমে থেমে বৃষ্টি হলেও আউটফিল্ড ভেজা থাকার কারণে আর সম্ভব হয়ে ওঠে নি খেলা মাঠে গড়ার। তাই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে অজিরা হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় ফিঞ্চ-ওয়ার্নাররা।
অন্যদিকে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে মূল পর্ব শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে হেরে যায় আইরিশদের কাছে। তাই সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এখন সমান তিন পয়েন্ট নিয়ে আছে যথাক্রমে টেবিলের দুই ও চার নম্বরে।